নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী এখন সিলেট কেন্দ্রীয় কারাগারে। বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সরাবন তহুরা তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সকালে অবৈধভাবে ভারতে অবস্থানের অপরাধে তিনি সে দেশের করিমগঞ্জে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হন।
ভূমি মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সিলেটের তারাপুর চা বাগান হাতিয়ে নেয়ার অভিযোগে দুটি মামলায় এ বছরের ১০ই আগস্ট আদালত থেকে রাগীব আলী, তার ছেলে, মেয়ে, জামাই ও এক আত্মীয় এবং তারাপুর চা বাগানের সেবায়েতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ঐ দিন বিকেলেই রাগীব আলী, তার ছেলে আব্দুল হাই, মেয়ে সোনিয়া কাদির ও জামাই আব্দুল কাদির সহ পরিবারের সবাই নিয়ে ভারতে পালিয়ে যান।
প্রায় ৩ মাস পর রাগীব আলীর ছেলে ১২ই নভেম্বর দেশে ফিরলে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। ঐদিনই তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
এছাড়া রাগীব আলীর আত্মীয় দেওয়ান মোশতাক মজিদও কারাগারে; কিন্তু পলাতক রয়েছেন তার মেয়ে ও মেয়ের জামাই। তবে তারাপুর চা বাগানের সেবাইয়েত পঙ্কজ গুপ্ত জামিনে রয়েছেন।
এ অবস্থায় রাগীব আলীকে ভারতের করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, বিকেল ২টা ৪৫ মিনিটে বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি কাস্টমস দিয়ে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। এরপর বিকাল ৩টা ৪০ মিনিটে বিয়ানীবাজার থানা পুলিশ তাকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
বিকেল সাড়ে ৪টার দিকে রাগীব আলীকে আদালতে তোলা হয়। এ সময় তার আইনজীবীরা জামিনের আবেদন জানালে দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মিছবাহ উদ্দিন সিরাজ রাগীব আলীর বিরুদ্ধে মহা জালিয়াতির অভিযোগ করে জানান, বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্যদিকে রাগীব আলীর আইনজীবী রেজাউল করিম দাবি করেন, রাগীব আলীর বিরুদ্ধে জালিয়াতির কোন অভিযোগ নেই।
Leave a Reply