বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোয়াইনঘাট উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশী ৪ নারীকে আটক করেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর/২৭ কার্তিক) আনুমানিক দুপুর দেড়টায় উপজেলার মায়াবী ঝর্ণা নামক এলাকা দিয়ে মানবপাচারকারীর সহায়তায় তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারত অনুপ্রবেশের সময় এলাকাবাসীর সহায়তায় প্রতাপপুর বিওপির টহল দল তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, নরসিংদীর পলাশ উপজেলার খানেরপুর গ্রামের মৃত মুনসুর আলীর মেয়ে রুবিনা আক্তার (৩৭), ঢাকার নবাবগঞ্জ উপজেলার সূর্যখালী গ্রামের মোহাম্মদ দেলোয়ারের মেয়ে লাবনী আক্তার (৩৪) ও রামপুরা উপজেলার উত্তর রামপুরা গ্রামের রমিজুল ইসলামের মেয়ে রুমি আক্তার (২৬) এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে মরিয়ম বেগম (৩১)।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।