জুড়ী প্রতিনিধি : ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার ভুবরিঘাট চা বাগানে মারপিটে নিহত তিন বাংলাদেশী নাগরিকের দু’জনের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়।
জুড়ী থানার ওসি মো জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেছেন। এই দু’জন হচ্ছেন. বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মানিক মিয়ার ছেলে জুয়েল আহমদ (২৬) ও আকদ্দছ মিয়ার ছেলে নুনু মিয়া (৩২)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। পেশায় সিএনজি চালিত অটোরিকসা চালক।
করিমগঞ্জের সাংবাদিক সুদীপ দাস জানান, শনিবার গভীর রাতে ভুবরিঘাট চা বাগানে শ্রমিকসহ গ্রামরক্ষীর দল গরুচোর সন্দেহে এই দু’জন সহ তিনজনকে হত্যা করে।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল গাজী শহীদুল্লাহ সোমবার সন্ধ্যায় জানান, ভারতে নিহত অপর বাংলাদেশির পরিচয় জানার চেষ্টা চলছে। শনাক্ত দু’জনের মরদেহ দেশে আনার জন্য বিএসএফের সাথে যোগাযোগ চলছে।
Leave a Reply