নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, ভারতের আগ্রাসী গোষ্ঠী বাংলাদেশকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ রাখতে চায়। সেই গোলামীর জিঞ্জির থেকে মুক্ত হতে চাই-স্বাধীন হতে চাই।
মঙ্গলবার, ১ অক্টোবর (১৬ আশ্বিন) বিকেলে সিলেট মহানগরীতে দলের ৫ দফা দাবিতে আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান।
তিনি বলেন, বাংলাদেশে কিছু ভারতীয় দালাল পরিবেশের দোহাই দিয়ে পাথর উত্তোলনে বাধা দিয়ে ভারত থেকে অত্যন্ত নিম্নমানের পাথর আমাদনি করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে।
মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম অবিলম্বে দেশের স্বার্থে, লাখ লাখ ক্ষুধার্ত শ্রমিকের স্বার্থে পাথর উত্তোলনের ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারে প্রতি দাবি জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত গণসমাবেশে সভাপতিত্ব করেন, দলের সিলেট মহানগর সভাপতি মুফতী সাঈদ আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান ও সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান।