বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি ও লেহেঙ্গা আটক করেছে।
সোমবার, ৫ জুন সিলেট ব্যাটালিয়নের আওতাধীন বিছনাকান্দি বিওপির একটি চৌকস টহলদল চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৭০ লাখ ৯ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় এই শাড়ি ও লেহেঙ্গা আটক করে ।
সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক জানান, রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার লন্ডনীঘাট নামক স্থানে বিশেষ টহল পরিচালনা করে। এ সময় বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা নিয়ে চোরাকারবারীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে রেখে পালিয়ে যায়।
উল্লেখ্য, আটককৃত ভারতীয় চোরাচালানের মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তথ্য বিবরণী
Leave a Reply