বাংলাদেশে ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রামাকান্ত গুপ্তর সাথে সিলেট কয়লা আমদানিকারক গ্রæপের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময়
নেতৃবৃন্দ ব্যবসায়ীদের জন্য মাল্টিপুল বিজনেস ভিসা সহজীকরণের জন্য প্রস্তাব করেন এবং উভয় দেশের মধ্যে কয়লা ব্যবসা যাতে আরো গতিশীল ও অব্যাহত থাকে সেই আহবান জানান।
এর উত্তরে রামাকান্ত আশা প্রকাশ করেন, ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গতিশীল হবে।
তিনি ব্যবসায়ীদের ভিসা সহজীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।
সময় উপস্থিত ছিলেন, সিলেট কয়লা আমদানিীকারক গ্রুপের সভাপতি মো আমজাদ হোসেন, সহ সভাপতি জাহাঙ্গীর মিয়া, সাধারণ সম্পাদক চন্দন সাহা, প্রাক্তন সভাপতি মো দিলওয়ার হোসেন, প্রাক্তন সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, প্রাক্তণ সাধারণ সম্পাদক মোআতিক হোসেন প্রমুখ।
Leave a Reply