সুনামগঞ্জের ছাতক উপজেলার গাগলাজুর গ্রামবাসীর উদ্যোগে ভাতগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গাগলাজুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কানাডা আওয়ামী লীগের সভাপতি লেখক নূরুল ইসলাম। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সোবহান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাগলাজুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল হান্নান, সহ সভাপতি আব্দুল আলিম, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি এনামুল হক কাঁচা মিয়া, সুনু মিয়া মেম্বার, আজিজুর রহমান ও শোয়েব আহমদ। পরিচালনায় ছিলেন, রফিক উদ্দিন।
Leave a Reply