নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা রেল স্টেশনের কাছে ১৩ আপ জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুৎ হওয়ায় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ প্রায় সোয়া দুই ঘণ্টা বন্ধ ছিল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভাটেরা ও মাইজগাঁও রেল স্টেশনের মধ্যবর্তী হোসেনপুর এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটমুখী এ ট্রেনটির একটি বগি লাইনচ্যুৎ হয়। তবে এ দুর্ঘটনায় কারো কোন ক্ষতি হয়নি; কিন্তু চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেটে আটকা পড়ে।
রেলওয়ের উধ্বর্তন উপসহকারী প্রকৌশলী (পথ) এরফানুল হক জানান, দুর্ঘটনার পরপরই কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সকাল ১১টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply