জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরায় আনন্দ শোভাযাত্রা ও প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
একই অনুষ্ঠানে ভাটেরা ইউনিয়নের তিনশ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।
ভাটেরা ইউনিয়ন পরিষদ মাঠে বুধবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ এ কে নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের নেতা সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল ও অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক।
Leave a Reply