নিজস্ব প্রতিবেদক : ভাটি এলাকায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুস আর নেই।
বুধবার দিনগত রাত ৩টার দিকে পুর্বদিরাইয়ে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ মাঠে আবদুল কুদ্দুসের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষের ঢল নামে। পরে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল কুদ্দুসকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদুল আলমের নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
Leave a Reply