নিজস্ব প্রতিবেদক : সিলেটে সেন্টার ফর ইন্টারমেডিয়েট ফিজিক্স অ্যান্ড কেমেস্ট্রি-সিআইপিসি নামের একটি কোচিং সেন্টারের বিরুদ্ধে ৩৬০ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনপত্রের টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
এই অভিযোগে বুধবার বিকেলে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা মহানগরীর চৌহাট্টা এলাকায় ঐ কোচিং সেন্টারের পরিচালককে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, সিআইপিসিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তারা অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা দেয়ার জন্যে টাকা জমা দেন; কিন্তু আবেদনপত্র জমা দিয়ে শিক্ষার্থীদের টাকা আত্মসাত করেছেন প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ার হোসেন। ফলে ঐ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।
এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা আইনী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন। তবে প্রতিষ্ঠানের পরিচালক বলেছেন, সার্ভার সমস্যা সহ নানা জটিলতার কারণে যথাসময়ে আবেদনপত্র পূরণ ও জমা দিতে তারা ব্যর্থ হয়েছেন।
Leave a Reply