নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় সকাল সাড়ে ১১টায়।
দুপুর আড়াইটায় শুরু হয় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ৬১৩টি আসনের বিপরীতে ১৮ হাজার ৪শ ৮৭ জন এবং ‘বি’ ইউনিটে ৯৫০টি আসনের বিপরীতে ৩৫ হাজার ৫শ ৪৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সিলেট মহানগর পুলিশ পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
Leave a Reply