হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ঘরদাইড় নদী ভরাট হয়ে গেছে। অনেক জায়গায় নদীর তলদেশ এখন খেলার মাঠ। অথচ একসময় ঘরদাইড়ের বুকে সারা বছর নৌকা চলাচল করতো-জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতো।
হবিগঞ্জ থেকে এস এম সুরুজ আলী জানান, খননের অভাবে ঘরদাইড়ের বুকে পলি জমে জমে এমন দশা হয়েছে। এখন এ নদী দিয়ে শুকনো মৌসুমে নৌযান চলাচল করতে পারেনা। এমনকি বর্ষা মৌসুমেও নৌ চলাচল ব্যাহত হয়। ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। মৎস্যজীবীরাও বেকর হয়ে পড়েছেন। তাই এলাকাবাসী অবিলম্বে ঘরদাইড় নদী খননের দাবি জানিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ড, হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম জানিয়েছেন, ঘরদাইড় নদী খনন করা হবে।
Leave a Reply