আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে সিলেটে আয়োজিত এক সমাবেশে অভিমত ব্যক্ত করা হয়েছে, প্রাকৃতিক সম্পদের বড় অংশ জুড়ে রয়েছে নদী। পৃথিবীর সকল সভ্যতা গড়ে উঠেছে নদীতীরে। অথচ নদীর সাথে এখন আমাদের সম্পর্ক নেই। দখল-দূষণের মাধ্যমে নদীকে আমরা প্রতিনিয়ত বিপন্ন করছি। তাই ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে আমাদেরকে নদীর অস্তিত্ব রক্ষা করতে হবে।
রবিবার সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট শাখা ও সুরমা রিভার ওয়াটারকিপার যৌথ উদ্যোগে সুরমা নদীহ তীরে চাঁদনীঘাটে নদীপ্রেমিদের নিয়ে এই সমাবেশের আয়োজন করে।
বাপা সিলেট শাখার সহ সভাপতি অধ্যাপক ড নাজিয়া চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, নর্থ-ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড ইলিয়াস উদ্দিন বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন, বাপা সিলেট শাখার সাধারণ সম্পাদক ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড জহিরুল হক শাকিল, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ আলী ওয়াক্কাস সোহেল, প্রত্নতত্ব সংগ্রাহক ডা শাহজামান চৌধুরী বাহার, সারী নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদি, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির, ইনোভেটরের কো-অর্ডিনেটর প্রণব কান্তি দেব, নারী সংগঠক ইন্দ্রানী সেন, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষিকা আফরাহিম আহমেদ এলিজা, প্রাণীরক্ষা বিষয়ক সংগঠন সোসাসের কো-অর্ডিনেটর ওয়াজি আহমেদ অমু, কিশোর সংগঠন আলোর পণের নুসরাত ইলাহী ও সমাজকর্মী বাবলু আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, বাংলাদেশের জন্ম ইতিহাস লিখতে হলে নদীর কথা লিখতে হবে। মুক্তিযুদ্ধের অন্যতম স্লোগান ছিল ‘তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা’; কিন্তু সেই ঠিকানা যেন হারিয়ে যেতে বসেছে।
Leave a Reply