বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখার ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন বড়লেখা ওয়ারিয়র্সের স্থায়ী কমিটির সদস্য ক্রিকেটার ফয়ছল আহমদের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে শনিবার বিকেলে সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষে সংগঠনের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা ও নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি রবীন্দ্র দত্ত রন্টুর সভাপতিত্বে ও জ্যেষ্ঠ সহ সভাপতি ফরহাদ হোসেনের উপস্থাপনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক কৃতি ফুটবলার আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-কোয়াবের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বাদশা, ওয়ারিয়র্সের স্থায়ী কমিটির সদস্য শিক্ষক ময়নুল হক, সাইফুল আলম খোকন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অপু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ারিয়র্সের সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, রাসেল সাইফ রাহুল, প্রচার সম্পাদক শরফ আহমদ ও সদস্য সচিব ইমরান আহমদ।
সভায় সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অপুর পেশাগত কারণে অন্যত্র চলে যাওয়ায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত হন রাসেল সাইফ রাহুল এবং স্থায়ী কমিটির সদস্য ফয়ছল আহমদের পদ শূন্য হওয়ায় নতুন সদস্য মনোনীত হন শামীম আহমদ। এছাড়া নতুন সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় আপ্তার আহমদ, শাহিদ আহমদ, শিপন আহমদ, মাহফুজ আহমদ, খালেদ আহমদ, ইকবাল হোসেন জাবেদ ও আরাফাত আহমদ শুভকে।
Leave a Reply