বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখার ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন বড়লেখা ওয়ারিয়র্সের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশফাক আহমদ অনিকের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সভাপতি ছালেহ আহমদ জুয়েল, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বাদশা, সাংবাদিক জালাল আহমদ, ওয়ারিয়র্সের টিম ম্যানেজার রেজাউল হক খান ও ধারাভাষ্যকার শিমুল চৌধুরী। এছাড়াও সংগঠনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply