মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ ও মিড ডে হট মিল চালু হয়েছে। জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এ কর্মসূচির উদ্বোধন করেছেন।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে চান্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান ময়নুল হক মাস্টারের সভাপতিত্বে এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ শাহাব উদ্দিন জানান, সরকার দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে হট মিল চালুর উদ্যোগ নিয়েছে।
Leave a Reply