বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ এনসিএম হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল খালিক, সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র নাথ, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, জ্যেষ্ঠ শিক্ষক সেলিম আহমদ, লুৎফুর রহমান আজাদ, রশীদ আহমদ খান, লুৎফুর রহমান চুনু, অজিত চন্দ্র দাস ও অজয় চন্দ্র দাস।
পরে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শিক্ষক সমিতির পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন বরাবরে স্মারকলিপি প্রেরণ করা হয়।
Leave a Reply