বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখার চান্দগ্রাম ওয়েলফোর ট্রাস্টের উদ্যোগে ও ইউকে শাখার অর্থায়নে প্রথমবারের মতো ‘চান্দগ্রাম ওয়েলফোর ট্রাস্ট প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০১৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চান্দগ্রাম মুক্তিযোদ্ধা সোলায়মান মিয়া একাডেমিতে আয়োজিত এ পরীক্ষায় ৪৬টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শুধুমাত্র ৫ম শ্রেণির ২২০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছিল প্রাথমিক পর্যায়ের ১৭৬ ও ইবতেদায়ি পর্যায়ের ৩৪ জন। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান এই চার বিষয়ে সর্বমোট ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা ময়নুল হক, জহুরুল ইসলাম, শিক্ষক বিমল বর্ধন, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সমীরণ চন্দ্র দাস, প্রভাষক আজিম উদ্দিন, শিক্ষক আপ্তার উদ্দিন, সমাজসেবক আব্দুল করিম, হেলাল উদ্দিন প্রমুখ।
এ সময় কেন্দ্রসচিব এবাদুর রহমান, চান্দগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট কর্মকর্তা সাবলু মিয়া, মাছুম আহমদ, বৃত্তি প্রকল্পের আহবায়ক জয়নুল ইসলাম ও যুগ্ম আহবায়ক জাফর আহমদ উপস্থিত ছিলেন।
Leave a Reply