বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের চৌঢালু বিলে এবার আহসান উদ্দিন (৩৩) নামের এক প্রহরী খুন হয়েছেন।
আহসান উদ্দিন একই ইউনিয়নের বড়ময়দান গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ তার লাশ চৌঢালু বিলের শীতলিবাড়ি সংলগ্ন ডোবা থেকে উদ্ধার করে। লাশের শরীরের ২টি স্থানে জখম রয়েছে। ধারণা করা হচ্ছে, বিলে মাছ ধরা নিয়ে বিরোধের জের ধরে আহসান উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দেলোয়ার হোসেন নামের এক যুবককে আটক করেছে। সে দাসেরবাজার ইউনিয়নের নেরাকান্দি গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিলের অন্য প্রহরীরা আহসান উদ্দিনকে রাতের ভাত দিতে গিয়ে পাহারার নৌকায় তাকে পাননি। এ সময় তারা নৌকায় তার সার্ট ও মোবাইল ফোন পড়ে থাকতে দেখেন। পরে বিল ও আশেপাশের বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন সহকর্মীরা; কিন্তু না পেয়ে শনিবার রাত সাড়ে ৩টায় পুলিশকে অবহিত করেন তার স্বজনরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খোঁজ করেও সন্ধান পেতে ব্যর্থ হন।
শনিবার ভোর ৫টায় এলাকার লোকজন চৌঢালু বিলের শীতলিবাড়ি এলাকায় একটি লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।
Leave a Reply