মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ ভবনে অগ্নিকাণ্ডে সকল নথি পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার সকাল ৮টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনে সেমিপাকা ৫টি কক্ষে থাকা আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ সকল নথি পুড়ে যায়। আগুন লাগার কারণ নিশ্চিত যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আগুনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ডিজিটাল সেন্টার ও গ্রাম আদালতের কক্ষসহ পাঁচটি কক্ষের সবকিছুর সঙ্গে ৫টি কম্পিউটারও পুড়ে গেছে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনাম উদ্দিন জানান, আগুনে সব কিছু পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
Leave a Reply