মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি সদস্য মো আবুল হোসেন আলমকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি সহযাত্রী সহ মোটরসাইকেল যোগে একটি নামাজে জানাজায় যাচ্ছিলেন। পথিমধ্যে একটি নির্জন রাস্তার দুপাশ থেকে অতর্কিতে একদল দুর্বৃত্ত রামদা ও লাঠিসোটা নিয়ে তার উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এলাকাবাসী তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী সিলেটের বিয়ানাবাজার উপজেলা হাসপাতালে নিয়ে যাবার পথে তিনি মারা যান।
খবর পেয়ে তার বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা সড়ক অবরোধ চাইলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে কমলগঞ্জ উপজেলার পাত্রখলা চা বাগানে নিখোঁজের দুই দিন পর এক চা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
পাত্রখলা চা বাগানের পশ্চিম লাইনের মৃত অমৃত লাল মাহালীর ছেলে দুলাল মাহালী (৩০) মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার বেলা ২টায় ১০নং সেকশনে শ্রমিকরা কালাপানি নামক ডোবায় তার লাশ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়।
পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুষ্প কুমার কানু ও কমলগঞ্জ থানার এসআই জাহিদ ও এসআই শামসুল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।
লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।
Leave a Reply