সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে দলীয় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল থেকে সুসংগঠিত করতে হবে আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে। দেশবাসী উন্নয়নের পক্ষে রয়েছে।
শুক্রবার বিকেলে সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন উপলক্ষে চতুল বাজার মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুবশ্বির আলীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, আওয়ামী আইনজীবী পরিষদ সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহমদ, জেলা আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক জগলু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন ও জাতীয় পার্টি নেতা কিউ এম ফররুখ আহমদ ফারুক।
Leave a Reply