হবিগঞ্জ প্রতিনিধি : ব্লাড সোসাইটি হবিগঞ্জ পরিবারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এনামুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নাজিরের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আমিন ওসমান। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সংগঠনের প্রধান উপদেষ্ঠা শেখ মো ইকবাল হোসেন, উপদেষ্ঠা জনপ্রিয় কন্ঠশিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক, জালাল আহমেদ, সাংবাদিক এস এম সুরুজ আলী, পাভেল খান চৌধুরী, সৈয়দ মিজান ইব্রাহিম, সিরাজুল ইসলাম জীবন, টিপু আহমেদ, সমরাজ মিয়া, তাছলিমা আক্তার বিউটি, ইসমাইল হোসেন, আকরাম আলী খান ও রূপক ঘোষ। অন্যদের বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি আজিজুল হক, মান্না আহমেদ সজল, শেখ ইমন আহমেদ, শাহীনুর আক্তার ও নূরজাহান।
বক্তারা বলেন, ব্লাড সোসাইটি হবিগঞ্জ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এর কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করছেন। ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রম আরো জোরদার করা হবে।
Leave a Reply