সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় চেম্বার কার্যালয়ে লন্ডন বরো অব ব্র্যান্টের মেয়র কাউন্সিলর পারভেজ আহমদের সাথে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বার সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক খন্দকার সিপার আহমদ, মো লায়েছ উদ্দিন, পিন্টু চক্রবর্তী, আব্দুর রহমান, সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরী ও এক্সেলসিয়র সিলেটের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ চৌধুরী।
মতবিনিময় সভায় মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ বলেন, লন্ডনে অবস্থানরত বাংলাদেশীরা দেশে বিনিয়োগে আগ্রহী। এজন্য তাদেরকে সহযোগিতা ও সঠিক দিকনির্দেশনা প্রদান করা প্রয়োজন। প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা রয়েছে কিনা তা খুঁজে বের করতে হবে। এবারের সফরে এই বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছি।
ব্রিটেনের ভিসা প্রাপ্তি সহজীকরণের ব্যাপারে তিনি বলেন, এটি কূটনৈতিক বিষয়। তবে এ ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বাংলাদেশে বিদেশী বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশী হাই কমিশনগুলোকে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চল বিনিয়োগের জন্য আদর্শ স্থান। বর্তমান সরকার প্রবাসী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সিলেটে একটি ইলেক্ট্রনিক সিটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ শুরু করেছে, যা সিলেটে প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্র সৃষ্টি সহ হাজার হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
তিনি সিলেটে আইটি ও পর্যটন খাতে বিনিয়োগের জন্য প্রবাসী বিনিয়োগকারীদের আহবান জানান এবং এ ব্যাপারে সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply