লন্ডন প্রতিনিধি : ব্রিটেনের সাধারণ নির্বাচনে কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত ১০টায় শেষ হয় ভোটগ্রহণ। এরপর লন্ডন সময় রাত ১১টা থেকে ফলাফল আসতে শুরু করে।
সর্বশেষ ফলাফল অনুযায়ী, ক্ষমতাসীন কনজারভেটিব পার্টি পেয়েছে ৩১৩টি আসন, জেরেমি করবিনের নেতৃত্বাধীন প্রধান বিরোধীদল লেবার পার্টি পেয়েছে ২৬০টি আসন, স্কটিশ ন্যাশনাল পার্টি-এসএনপি পেয়েছে ৩৫টি আসন, লিবারেল ডেমক্রেট পার্টি পেয়েছে ১২টি আসন এবং অন্যান্য দল পেয়েছ ১০টি আসন; কিন্তু হাউস অব কমন্সে সরকার গঠন করতে হলে অন্তত পক্ষে ৩২৬টি আসনে জয়ী হতে হয়। অর্থাৎ এখন পর্যন্ত কোন দলই একক সরকার গঠন করার মতো আসন পায়নি। সরকার গঠন করতে হলে কোয়ালিশন করতে হবে।
শুক্রবার কোন এক সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ভাষণ দেবেন। এর পর নির্ধারিত হবে কোনদলের সাথে কোয়ালিশন হচ্ছে। শতকরা হিসেবে থেরেসা মের নেতৃত্বাধীন ক্ষমতাসীন কনজারভেটিব পার্টি পেয়েছে ৪৭ ভাগ এবং লেবার পার্টি পেয়েছে ৪৩ ভাগ ভোট।
Leave a Reply