লন্ডন বরো অব ক্যামডেনের নবনির্বাচিত মেয়র, সিসিক কাউন্সিলর মো আজাদুর রহমান আজাদের সহধর্মিণী কাউন্সিলর নাজমা রহমানকে সিলেট সিটি কর্পোরেশন সংবর্ধনা দিয়েছে।
রবিবার, ১ অক্টোবর রাতে মহানগরীর একটি অভিজাত হোটেলে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য দেন প্যানেল মেয়র-১ কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘যুক্তরাজ্যের লন্ডনের সঙ্গে সিলেটের সর্ম্পক ঐতিহাসিক। সিলেট সিটি কর্পোরেশনকে একটি আধুনিক স্মার্ট জনবান্ধব নগরে রূপান্তরিত করতে নানা উদ্ভাবনী পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। মহানগরীর সার্বিক উন্নয়নে বহুমুখী অভিজ্ঞতা বিনিময়ে নাগরিক সেবার মান বৃদ্ধিতে যুক্তরাজ্যের বিভিন্ন সিটির সঙ্গে কাজ করছে সিসিক। আশা করি, এই ধারাবাহিকতায় লন্ডন বরো অব ক্যামডেন সিলেটের উন্নয়নে অংশীদার হবে।’
সংবর্ধিত অতিথি নাজমা রহমান বলেন, ‘লন্ডন বরো অব ক্যামডেনের মেয়র হলেও সিলেট আমার প্রাণের ঠিকানা। সিলেটের পর্যটন, শিক্ষা উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে একসাথে কাজ করতে চাই।’
সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কাউন্সিলর রেজওয়ান আহমদ, কাউন্সিলর ফরহাদ চৌধুরী, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, সংরক্ষিত কাউন্সিলর শাহানারা বেগম ও নবনির্বাচিত সংরক্ষিত কাউন্সিলর হাজেরা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আকতার কণা, সংরক্ষিত কাউন্সিলর রেবেকা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা ইয়াসমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, বাজার তত্ত্বাবধায়ক আলবাব আহমদ চৌধুরী ও সহকারী প্রকৌশলী তানবির আহমদ সহ সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তাবৃন্দ।
সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশ ভোজের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply