আতিকুল ইসলাম, যুক্তরাজ্য : প্রবাসের শৃঙ্খলিত জীবনের কর্মব্যস্ততাকে মাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে চলছে গ্রীষ্মকালীন বিনোদন। এর সঙ্গে একাত্ম হয়ে ব্রিটেনে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে সোমবার, ১২ আগস্ট আনন্দঘন পরিবেশে ওয়েলসের টেনবী বীচে পিকনিকের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজন করা হয় আনন্দসভারও। সংগঠনের চেয়ারপার্সন কমিউনিটি লিডার মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ট্রাস্টি বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলওয়ার আলী, বিশিষ্ট শিক্ষাবিদ ড সৈয়দ দেওয়ান আব্দুল লতিফ, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের ধর্মবিষয়ক সম্পাদক, আয়োজক সংগঠনের ডিরেক্টর শেখ মোহাম্মদ আনোয়ার, নজির উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট শাহ গোলাম কিবরিয়া, আনসার মিয়া, সেবুল আলী, রমজান মিয়া, শহিদুল ইসলাম, জিলু মিয়া, আনছার মিয়া ও কচুয়া আদর্শ গ্রাম আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্ট অব মৌলভীবাজারের ট্রাাস্ট মোহাম্মদ ফয়ছল মনসুর।
পিকনিকে অংশগ্রহণকারী প্রতিটি পরিবারের পক্ষ থেকে সমুদ্র সৈকতে আনা মজাদার খাবার একে অন্যের মাঝে ভাগাভাগি করে খাওয়া-দাওয়ার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার করা হয়। খাবার-দাবারের মধ্যে ছিল, নানারকম পিঠা, পায়েশ, সমুচা, সন্দেশ ও বোরহানি। বাঙালি খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তুলেন এবং প্রত্যেক পরিবারের গিন্নির প্রশংসা করেন।
আয়োজন সম্পর্কে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারপার্সন মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশীদের ভ্রাতৃত্বের বন্ধনে এক নতুন অধ্যায় সংযোজিত হয়েছে।
কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ট্রাস্টি মোহাম্মদ মকিস মনসুর বলেন, কর্মব্যস্ততার ক্লান্তি থেকে মুক্তি ও আনন্দ দিতে আয়োজিত পিকনিক মিলনমেলায় পরিণত হয়।
Leave a Reply