সুমন মনসুর : ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের সিটি স্টেডিয়ামের হল রুমে ‘রেস্টুরেন্ট বিভাগে আরও সফলতা লাভ ও সম্ভাবনা এবং পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনে করণীয় শীর্ষক’ রোড শো ও গালা ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
ইউকে এশিয়ান ক্যাটারিং ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত তৃতীয় রোড শোতে কার্ডিফ ও বিভিন্ন এলাকার প্রায় ২৫০ রেস্টুরেন্টের প্রতিনিধি ও কমিউনিটি নেতা অংশ নেন।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ইয়াওর খান। বক্তব্য রাখেন জাস্ট ইট ইউকের ব্যবস্থাপনা পরিচালক গ্রাহাম করফিল্ড ও পুষ্টিবিজ্ঞানী রথ টং। এছাড়া ওয়েলস অ্যাসেম্বলি মেম্বার, স্থানীয় কাউন্সিলর, ক্যাটারিং নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
নৃত্য পরিবেশন করেন খ্যাতনামা ড্যান্স গ্রুপ কে-স্পার্ক বলিউড।
রোড শো অনুষ্ঠানের সাবিক সহযোগিতায় ছিলেন কমিউনিটি সংগঠক শাহ আলী আকবর, সাংবাদিক মকিস মনসুর আহমদ ও যুব সংগঠক ফেরদৌস রহমান সহ স্থানীয় ক্যাটারিং ও কমিউনিটির নেতৃবৃন্দ।
Leave a Reply