সিলেট সফরকালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মিস এলিসন ব্লেইকের সাথে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর মেন্দিবাগে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্রিটিশ রাষ্ট্রদূত সিলেট চেম্বার নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। বিশেষ করে সিলেটের সাথে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। ব্রিটিশ সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যথেষ্ট সহযোগিতা প্রদান করে থাকে। এছাড়া বাংলাদেশী নাগরিকরাও ব্রিটেনের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তিনি দুই দেশের বিরাজমান বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি, বাংলাদেশে পুনরায় ভিসা সেন্টার চালু ও বাংলাদেশীদের জন্য ভিসা প্রাপ্তি সহজীকরণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ লন্ডনের গ্রিনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সমবেদনা জানান।
তিনি বলেন, ব্রিটেনে কোন দুর্ঘটনা ঘটলে তা সিলেটবাসীকে অত্যন্ত কষ্ট দেয়। কারণ সেখানে সিলেটের একটি প্রজন্ম গড়ে উঠেছে।
আগামী অক্টোবর মাসে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের উদ্যোগে সিলেটে অনুষ্ঠিতব্য এনআরবি সপ্তাহ আয়োজনের প্রসঙ্গ উত্থাপন করে তিনি এ ব্যাপারে ব্রিটিশ দূতাবাসের থেকে সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ সভাপতি মো এমদাদ হোসেন, পরিচালক মাসুদ আহমদ চৌধুরী, আমিরুজ্জামান চৌধুরী ও এহতেশামুল হক চৌধুরী।
Leave a Reply