নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ ব্রাহ্মণবাড়ীয়া রেল স্টেশন এলাকা থেকে প্রায় পৌণে ১৫ লাখ পিস আমদানি নিষিদ্ধ আতশবাজি আটক ও একজনকে গ্রেফতার করেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়ীয়ার একটি আভিযানিক দল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়ীয়া রেল স্টেশনে অভিযান পরিচালনা করে।
লে কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি গোলাম মোহাম্মদের নেতৃতে পরিচালিত অভিযানে ২ নম্বর রেল লাইনে নোয়াখালী থেকে ঢাকাগামী ‘নোয়াখালী এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের পিছনের মালবাহী ৩৫১৯ নম্বর বগির ভিতর থেকে চোরাচালানকৃত ১৪ লাখ ৭০ হাজার পিস আমদানি নিষিদ্ধ আতশবাজি সহ মো আব্দুর নূর (২৭, পিতা আবু কালাম, পূর্ববাগ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়ীয়া) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
আটককৃত আতশবাজির আনুমানিক মূল্য ২৬ লাখ ২৫ হাজার টাকা বলে র্যাব ৯ জানিয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আখাউড়া রেলওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply