আলী হোসেন রাজন, মৌলভীবাজার : শোকে স্তব্ধ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রূপসপুর গ্রাম। নববধূকে নিয়ে বাড়ি ফেরা হলো না মাওলানা আবু সুফিয়ানের। স্বজনদের এই কষ্ট আর কান্নায় এখানকার আকাশ-বাতাস এখনো ভারি হয়ে আছে।
শুক্রবার ব্রাহ্মণবাড়ীয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হন বর মাওলানা আবু সুফিয়ান, তার বাবা হাদিউর রহমান সরফর, চাচা মতিউর রহমান মুর্শেদ, চাচাতো ভাই পঞ্চম শ্রেণির ছাত্র আলী হোসেন, মামা আব্দুল হান্নান, এলাকার সাইদুর রহমান, আব্দুল মুকিত চৌধুরী ও দুরুদ মিয়া। আর গুরুতর আহত হয়ে বরের ছোটভাই কলেজ পড়ুয়া তারিকুল ইসলাম কামরান ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে।
প্রিয়জন হারানো শোকাতুর মানুষদের দেখতে প্রতিদিন ছুটে আসছেন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা। শনিবার শোকাহত পরিবারকে শান্তনা জানাতে ছুটে আছেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ।
এ সময় নিহতদের পরিবারকে তার পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
Leave a Reply