হবিগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া ও মাধবপুরে মন্দির ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখা।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় বৃহস্পতিবার সকাল ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি পুণ্যব্রত চৌধুরী বিভুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহ সভাপতি অসিত রঞ্জন দাস, পৌর সভাপতি পীযুষ চক্রবর্তী, ইসকন অধ্যক্ষ উদয় বর প্রভু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শংখ শুভ্র রায় প্রমুখ।
বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শত্রুরাই এ সব হামলা করছে। এই চক্রকে প্রতিহত করতে হবে।
তারা মন্দিরে হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও মন্দির রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।
Leave a Reply