নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকায় বলে জানা গেছে। তবে সবার ব্যক্তিগত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার সকাল পৌণে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা থেকে মৌলভীবাজারমুখী মাইক্রোবাস ও সিটে থেকে ঢাকামুখী এনা পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হন। হতাহতরা মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
নিহত দুইজনের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার রূপসপুর গ্রামে বলে জানা গেছে।
আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে সেখানে আরো একজন মারা যান। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
Leave a Reply