এনা, নিউইয়র্ক : নিউইয়র্কে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাসাবাড়িতে হামলা ও মূর্তি ভাঙার মতো অপকর্মে জড়িতদের বিচার দাবি করা হয়েছে।
‘বাংলাদেশিজ এগেইনস্ট ফান্ডামেন্টালিজম’ এই নামে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশ মঙ্গলবার নিউইয়র্ক সময় সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত হয় ।
এতে স্বাগত বক্তব্যে প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা একই চিত্র দেখে আসছি। কিছু হলেই হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। এটা বন্ধ করতে হবে। মৌলবাদী চক্র সরকারের ভাবমূর্তি নস্যাৎ করার জন্যে এটা করছে, সরকারকে সেটা বুঝতে হবে।
প্রতিবাদ সমাবেশের অন্যতম উদ্যোক্তা সাংবাদিক ও লেখক শিতাংশু গুহ প্রশ্ন রাখেন, হিন্দুদের উপর আর কত অত্যাচার হলে সরকারের হুঁশ হবে।
তিনি প্রশ্ন রেখে বলেন, সন্ত্রাস দমনে সরকারের জিরো টলারেন্স নীতি প্রশংসনীয়; কিন্তু সংখ্যালঘু নির্যাতন বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিচ্ছেন না কেন।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ফাহিম রেজা নূর বলেন, ধর্ম-নির্বিশেষে সবাই মিলে মৌলবাদকে ঠেকাতে হবে।
সংস্কৃতিকর্মী গোপাল স্যানাল বলেন, আজ পর্যন্ত সংখ্যালঘুর উপর অত্যাচারের কোন বিচার হয়নি।
উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সহ সভাপতি সুব্রত বিশ্বাস প্রশ্ন রাখেন, স্থানীয় প্রশাসন কেন মৌলবাদীদের মিছিল করার অনুমতি দিলো এবং উত্তেজনা বাড়ার পরও কোন ব্যবস্থা নিল না।
প্রতিবাদ সমাবেশের অন্যতম উদ্যোক্তা স্বীকৃতি বড়ুয়ার সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নিনি ওয়াহেদ, নমিতা মুখার্জী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওবায়দুল্লাহ মামুন, রমেশ নাথ, লুৎফুন্নাহার লতা, খোরশেদুল ইসলাম, অবিনাশ আচার্য্য, রবীন্দ্রনাথ সরকার প্রমুখ।
Leave a Reply