নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ায় ৪৭০ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, কোম্পানির একটি আভিযানিক দল শনিবার (৩০ নভেম্বর/১৫ অগ্রহায়ণ) রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় ১৪৮ বোতল ফেনসিডিলসহ জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল মাইজহাটি গ্রামের জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও বিকেল পৌণে ৩টার দিকে অন্য এক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩২২ ফেনসিডিলসহ মৌলভীবাজারের রাজনগর উপজেলার বাগাইজুরা গ্রামের মো জিলোয়ার হোসেন তরফদার ওরফে দেলোয়ার ও বনবীথি গ্রামের মো হাবিবুর রহমান, সিলেটের গোলাপগঞ্ উপজেলার চৌঘরি গ্রামের শামিম আহম্মদ ও গোয়াইনঘাট
উপজেলার শাহাপুর গ্রামের পলাশ দাসকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।