নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৯ হাজার ৮৯০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল শুক্রবার, ১৭ মে (৩ জ্যৈষ্ঠ) সকাল আনুমানিক সাড়ে ৬টায় বিজয়নগর উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে এত ইয়াবা উদ্ধার ও উপজেলার কালিসীমা চুল্লাবাড়ী এলাকার মো আনোয়ার মিয়াকে গ্রেফতার করে বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
এতে আরও জাননো হয়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply