নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ায় ৯ হাজার ৪৭৫ পিস ইয়াবা সহ দুই জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি আভিযানিক দল শনিবার (১৮ জানুয়ারি/৪ পৌষ) ভোর সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এতো ইয়াবা উদ্ধার করে।
এ সময় দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো শফিকুল ইসলাম (৪১) ও তার স্ত্রী সাবরিনা কায়সার লস্কর পাপিয়া (৩২)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে জব্দকৃত আলামত সহ ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।