নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব এলিট ফোর্স হিসেবে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, হত্যা মামলার আসামি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারী গ্রেফতার এবং জঙ্গি দমনে অগ্রণী ভুমিকা পালনের ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ৪৪ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে
এক তথ্য বিবরণীতে র্যাব-৯ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি আভিযানিক দল বৃহস্পতিবার, ২৪ আগস্ট রাত অনুমান সোয়া ২টায় উপজেলার শিবপুর কলিকারা এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ৪৪ কেজি গাঁজাসহ নবীনগর উপজেলার দড়িলাপাং এলাকার বারেক মিয়ার ছেলে শরিয়তুল্লাহ ও খলিল মিয়ার ছেলে সুজনকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে তাদেরকে জব্দকৃত আলামতসহ নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply