NATIONAL
Human chain demanding gas connection and halt to transfer of operations at Zakiganj gas well in Sylhet
সংবাদ সংক্ষেপ
জকিগঞ্জে বিয়ের গাড়ির সাথে টমটমের মুখোমুখি সংঘর্ষে আহত এক শিশু মারা গেছে সিলেটে ডিবির অভিযানে সাড়ে ৭ লাখ শলাকা নাসির বিড়ি সহ গ্রেফতার ১ জুড়ীতে কৃষকদের নিয়ে কৃষি অফিসের দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের নেতা এমদাদুল হককে গ্রেফতার করেছে র‌্যাব নবীগঞ্জে এক মাদরাসা ছাত্রের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার ‘ধামাইল কন্যা’ তুষ্টি তালুকদার || গানকে নিয়েই আগামীর পথচলা তার পাথর আমদানি বন্ধ করে রিজার্ভে বিলিয়ন ডলার সাশ্রয়ের আহ্বান || ৩ দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা জকিগঞ্জে বিয়ের গাড়ির সঙ্গে টমটমের সংঘর্ষে নিহত ১ আহত বর কনে ও শিশু সহ ৮ জন সিলামে বিএনপির উদ্যোগে ডা. জুবাইদা রহমানের জন্মদিন উদযাপিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছেনা ২৭ বছর যাবৎ ব্রিটেনের কার্ডিফে বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল স্বাদ সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা শাহপরাণ থানা পুলিশের অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় পণ্য সহ গ্রেফতার ৩ জন জকিগঞ্জ ও কানাইঘাট বিএনপির রোডমার্চ ও এলজিইডি ভবন ঘেরাও কর্মসূচি স্থগিত ঘোষণা নবীগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি লিটন ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার জকিগঞ্জে কুশিয়ারা নদীর বেড়িবাঁধ সংস্কার ও ভাঙ্গন রোধে প্রশাসনে স্মারকলিপি জনদাবী পরিষদের নবীগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে পালাক্রমে ধর্ষণ || বাসচালককে গ্রেফতার করেছে সেনাবাহিনী

ব্রাহ্মণবাড়িয়ায় রোকিয়া হত্যামামলার আসামি স্বামী-স্ত্রীকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব

  • রবিবার, ১৮ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ায় রোকিয়া হত্যামামলার আসামি স্বামী ও স্ত্রীকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ থেকে দেওয়া তথ্য বিবরণীতে মামলার বিবরণে জানানো হয়েছে, গত ১ এপ্রিল দুপুর ১টার দিকে জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে একপক্ষের বাড়িতে অন্যপক্ষের ইট-পাটকেল মারাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তী সময়ে বাড়ির মালিকের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় ইট-পাটকেল নিক্ষেপকারীদের অভিভাবকরা। এতে আক্রান্ত বাড়ির মালিক রোকিয়া বেগম তার ছেলে সহ গুরুতর আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৫ এপ্রিল মারা যান। এ ব্যাপারে তার ছেলে বাদি হয়ে নাসিরনগর থানায় একটি হত্যামামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল রবিবার (১৮ মে/৪ জ্যৈষ্ঠ) রাত পৌণে ৩টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের লস্করপুর রেল ক্রসিংয়ের সামনে অভিযান পরিচালনা করে।
এসময় নাসিরনগর থানার মামলা (নং ১২, তারিখ ০৯/০৪/২৫ খ্রি, ধারা-১৪৩/৪৪৭/৩০২/৩৭৯/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০) মূলে রোকিয়া হত্যামামলার এজাহার নামীয় ১ নম্বর ও ২ নম্বর পলাতক আসামি ধরমণ্ডল গ্রামের বদরুল মিয়া (৩০, পিতা কিমত আলী) ও তার স্ত্রী মাফিয়া বেগমকে (২৮) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest