নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি আভিযানিক শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল পৌণে ৩টার দিকে সদর উপজেলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় ৪৪.১ কেজি গাঁজাসহ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছয়শ্রী গ্রামের আব্দুল হাইর ছেলে মো তফছির মিয়া ও নওগাঁর বদলগাছী উপজেলার দড়িয়াপুর গ্রামের মোসলেম মণ্ডলের ছেলে মো বিপ্লব হোসেনকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত সহ দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী