নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে জাল নোট তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল টাকাসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
তথ্য বিবরণীতে র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া জানতে পারে যে, জাল নোট বাজারজাতকারী চক্রের তিন সদস্য বিজয়নগর উপজেলা এলাকায় জাল নোট লেনদেন করার উদ্দেশ্যে অবস্থান করছে।
এই সংবাদের পরিপ্রেক্ষিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি আভিযানিক দল বৃহস্পতিবার, ২ মে রাত অনুমান সাড়ে ১১টায় উপজেলার কামালমোড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় বাংলাদেশী ৪ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জাম স্ক্যানার সংযুক্ত কালার প্রিন্টার, প্রিন্টারের পাউডার কালি, জাল নোট তৈরির উপযোগী সাদা কাগজ, হার্ড ড্রাইভ, কী বোর্ড, মাউস, মাল্টিফ্লাগ, ইলেকট্রিক ক্যাবল, এন্টি কাটার, খালি জারিকেন ইত্যাদি সহ জাল নোট প্রস্তুতকারী ও বাজারজাতকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মো রাসেল হাজী (৩২, পিতা মৃত আব্দুর রশিদ হাজী, আদশা, ফরিদগঞ্জ, চাঁদপুর), আলমগীর হোসেন (৩৪, পিতা আবুল কালাম, আকরামপুর, ফেনী সদর, ফেনী) এবং মো সানি মিয়া (১৯, পিতা সাহাব উদ্দীন, কামালমোড়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামাদিসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই চক্রের অন্যান্য সদস্য এবং যে কোন পর্যায়ের জাল নোট প্রস্তুতের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান থাকবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
Leave a Reply