নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল সংখ্যক ট্রেনের টিকেটসহ ৫ টিকেট কালোবাজারিকে গ্রেফতার করেছে।
র্যাব ৯-এর তথ্য বিবরণীতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি আভিযানিক দল ২৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সেখান থেকে টিকেট কালোবাজারি চক্রের এই ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
আভিযানিক দল গ্রেফতারদের নিকট থেকে নিজেদের স্মার্টফোন ব্যবহার করে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখ ও সময়ের ১২৯টি আসনের ৫৯টি অনলাইন টিকেট, ৭টি মোবাইল ফোন ও টিকেট বিক্রির নগদ ৪৮ হাজার টাকা জব্দ করে।
গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মো আব্দুল হাকিম (৩৫, পিতা শহিদ মিয়া, উত্তর মোড়াইল রেল কোয়ার্টার), মো জাকির হোসেন (৪৮, পিতা ওসিউর রহমান, দক্ষিণ মোড়াইল), মো রুবেল মিয়া (৩২, পিতা নূরুল ইসলাম, উত্তর মোড়াউল) ও মো শাহিন মিয়া (৪০, পিতা মৃত মাহাতাব উদ্দিন, কাজিপাড়া দরগা মহল্লা) এবং কসবা উপজেলার মো সাজ্জাদ মিয়া (২৮, পিতা মৃত সামছু মিয়া ওরফে মুর্শিদ মিয়া, মনকাসাই)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃরা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে ট্রেনের টিকেট কালোবাজারি করছিল বলে স্বীকার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার কালোবাজারিদের বিরুদ্ধে মামলা দায়ের এবং জব্দকৃত টিকেট ও অন্যান্য আলামতসহ সবাইকে আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply