ব্রাহ্মণবাড়িয়ায় ‘কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ’ গঠন করা হয়েছে।
শনিবার, ৭ সেপ্টেম্বর (২৩ ভাদ্র) টি এ রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে একটি কমিটিও গঠন করা হয়।
বিশিষ্ট সাংবাদিক, কবি, গীতিকার মো ইব্রাহিম খান সাদাতকে সভাপতি ও কবি লিটন হোসাইন জিহাদকে সাধারণ সম্পাদক করে গঠিত কমিটির অন্যরা হলেন, সহসভাপতি প্রভাষক রাবেয়া জাহান তিন্নি, সাংবাদিক জাহাঙ্গির খান পলাশ, কবি ও গবেষক গাজী তানভীর আহমেদ, সহসম্পাদক সালাউদ্দিন খান, কবি রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সায়মন মৃধা, সহসাংগঠনিক সম্পাদক কবি রিয়াজ ইনসান, কোষাধ্যক্ষ কবি গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক জাকির হোসাইন জিকু এবং সদস্য কবি জমির হোসেন পারভেজ ও ইমি আক্তার।
কমিটির সভাপতি মো ইব্রাহিম খান সাদাত জানান, কবি আল মাহমুদের অমূল্য সাহিত্য সৃষ্টি ও জীবনদর্শন নিয়ে গভীর গবেষণা ও নবীন প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। তারা কবির সাহিত্য ও জীবনী সংরক্ষণ, প্রকাশ ও সেমিনার করবেন। এছাড়া সারা বিশ্বে বাংলা ভাষার কবি ও সাহিত্যিকদের মধ্যে প্রতি বছর ‘সোনালী কাবিন’ সম্মাননা পদক প্রদান করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply