বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বিনাভোটে নির্বাচিত সরকারের অপশাসনে গোটা জাতি নিষ্পেষিত। সারাদেশের ন্যায় বৃহত্তর গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এলাকা এখনো উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই এই এলাকার উন্নয়নে সংসদ সদস্যদের কোন ভূমিকা নেই।
তিনি আরো বলেছেন, ব্যালটের মাধ্যমেই বিনাভোটে নির্বাচিত সরকারের সকল অপকর্মের দাঁতভাঙ্গা জবাব দিতে দেশপ্রেমিক জনতাকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।
সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা ও কর্মীসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আব্দুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিপলু আহমদ ও যুবদল নেতা সৈয়দ ইমরান আহমদের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও সিলেট মহানগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক সালেহ আহমদ খসরু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির গোলাপগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক জিলাল উদ্দিন, সাবেক আহ্বায়ক জিয়াউল বারী চৌধুরী, বিয়ানীবাজার পৌর সভাপতি আবু নাসের পিন্টু, উপজেলা সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, সহ সভাপতি হারুনুর রশীদ, আতাউর রহমান, অহিদ আহমদ, আব্দুল মান্নান মনন, আলী আহসান, ছালিক আহমদ চৌধুরী, আশফাক আহমদ চৌধুরী, ইলিয়ান বিন ইয়াছত প্রমুখ।
Leave a Reply