হবিগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জম্মদিবস ও জাতীয় শিশু দিবস হবিগঞ্জে ব্যাপক কর্মসূচিতে উদযাপিত হয়েছে।
দিনটি উপলক্ষে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর প্রকিৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও প্রশাসনের কর্মকর্তরা।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া হবিগঞ্জ জেলা প্রশাসন সকালে নিমতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
Leave a Reply