সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ব্যাপক আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকট, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এমরান হোসেন, পৌর মেয়র নাদের বখত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী ও অধ্যক্ষ শেরুগুল আহমদ।
এছাড়াও কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী-সংগঠক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
Leave a Reply