সিলেট মহানগর ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ওয়ার্ড শাখার অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল শুক্রবার বিকেলে মহানগরীর চৌখীদেখিতে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু। বিশেষ অতিথি ছিলেন, মহানগর ব্যাটারিচালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
সংগঠনের ৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি শহীদ বকসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ সারওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসতাক আলী, শ্রমিক নেতা রায়হান আলী, আব্দুজ জব্বার, ফরিদ মিয়া, লাল মিয়া, তারিফ আলী প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply