নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ব্যাংক আমানতের উপর নতুনভাবে ধার্য্য আবগারী শুল্ক ও সম্পূরক শুল্ক আইনে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর কমানো হবেনা।
বৃহস্পতিবার বিকেলে সিলেটে মদন মোহন কলেজ সরকারিকরণ উপলক্ষে প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আবগারী শুল্ক কমানোর সুযোগ নেই। তবু এ বিষয়ে সংসদে আলোচনা শেষে তা পাশ হবে।
Leave a Reply