পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো আব্দুল হালিম চৌধুরী বলেছেন, ব্যাংকিং খাতে পূবালী ব্যাংকের রয়েছে স্বতন্ত্র ইতিবাচক অবস্থান। গ্রাহকদের উন্নত সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের এই অবস্থান তথা সুনামকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে।
শনিবার পূবালী ব্যাংক লিমিটেডের সিলেট পূর্ব ও পশ্চিম অঞ্চলের ২০১৭ সালের দ্বিতীয় শাখা ব্যবস্থাপক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট স্টেশন ক্লাবের সম্মেলন কক্ষে পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক বিএম শহিদুল হকের সভাপতিত্বে ও মহিলা কলেজ শাখার ব্যবস্থাপক জাকিয়া সুলতানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপ ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মোহাম্মদ আলী, সিলেট পূর্বাঞ্চল প্রধান উপ মহাব্যবস্থাপক মাহবুব আহমদ, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান উপ মহাব্যবস্থাপক মো জিয়াউল হক চৌধুরী, মৌলভীবাজার অঞ্চল প্রধান উপ মহাব্যবস্থাপক দিলীপ কুমার পাল ও সিলেট প্রিন্সিপাল অফিসের উপ মহাব্যবস্থাপক মো মশিউর রহমান খান।
উপস্থিত পূবালী ব্যাংকের নির্বাহীবৃন্দ সম্মেলনে অংশ নেয়া শাখা ব্যবস্থাপকদের কাছ থেকে স্ব স্ব শাখার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন ও ব্যবসায়িক লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিক নিদের্শনা দেন।
Leave a Reply