JUST NEWS
THE 13TH NATIONAL MATHEMATICS OLYMPIAD-2022 SYLHET REGION COMPETITION HELD AT NORTH EAST UNIVERSITY BANGLADESH ON FRIDAY
সংবাদ সংক্ষেপ
সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মধ্যে সম্মাননাপত্র বিতরণ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত Sylhet divisional Bangabandhu Bangamata football started সিলেট জেলার ডিজিটাল উদ্ভাবনী মেলা ২৮ ও ২৯ নভেম্বর ধর্ষণ-নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির দাবি সুনামগঞ্জ মহিলা পরিষদের মাধবপুরে কৃষকের উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন খেলাধুলার উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে সরকার : বিভাগীয় কমিশনার সিলেট ফটোগ্রাফিক সোসাইটি বার্ষিক সাধারণ সভা ৩০ নভেম্বর প্রধানমন্ত্রীর দেওয়া ১০ লাখ টাকার চেক গরীব রোগীদের মধ্যে বিতরণ দারুল আজহার মডেল মাদরাসা সিলেটের বিজ্ঞান মেলা সম্পন্ন কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধকরণে হলি আর্ট যুব সংস্থার আলোচনা ভবিষ্যতের দুর্যোগ মোকাবেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই : জেলা প্রশাসক সিলেটে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মতবিনিময় সভা District level literary fair concluded in Sylhet সুবিধাভোগীদের মধ্যে এসওএস চিলড্রেনস ভিলেজের খাদ্য বিতরণ নবীগঞ্জে সাংবাদিক হিমেলের উদ্যোগে অষ্টপ্রহরব্যাপী কীর্তন শুরু

ব্যাংকিং খাতে পূবালী ব্যাংকের রয়েছে স্বতন্ত্র ইতিবাচক অবস্থান

  • শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো আব্দুল হালিম চৌধুরী বলেছেন, ব্যাংকিং খাতে পূবালী ব্যাংকের রয়েছে স্বতন্ত্র ইতিবাচক অবস্থান। গ্রাহকদের উন্নত সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের এই অবস্থান তথা সুনামকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে।
শনিবার পূবালী ব্যাংক লিমিটেডের সিলেট পূর্ব ও পশ্চিম অঞ্চলের ২০১৭ সালের দ্বিতীয় শাখা ব্যবস্থাপক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট স্টেশন ক্লাবের সম্মেলন কক্ষে পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক বিএম শহিদুল হকের সভাপতিত্বে ও মহিলা কলেজ শাখার ব্যবস্থাপক জাকিয়া সুলতানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপ ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মোহাম্মদ আলী, সিলেট পূর্বাঞ্চল প্রধান উপ মহাব্যবস্থাপক মাহবুব আহমদ, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান উপ মহাব্যবস্থাপক মো জিয়াউল হক চৌধুরী, মৌলভীবাজার অঞ্চল প্রধান উপ মহাব্যবস্থাপক দিলীপ কুমার পাল ও সিলেট প্রিন্সিপাল অফিসের উপ মহাব্যবস্থাপক মো মশিউর রহমান খান।
উপস্থিত পূবালী ব্যাংকের নির্বাহীবৃন্দ সম্মেলনে অংশ নেয়া শাখা ব্যবস্থাপকদের কাছ থেকে স্ব স্ব শাখার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন ও ব্যবসায়িক লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিক নিদের্শনা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest